বান্দরবানে ইয়াবাসহ আটক ৩

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মার্চ ২০২৩, ১১:০৪

বান্দরবানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন

শনিবার সন্ধ্যায় ২ এপিবিএন বান্দরবানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলী আহমন খান এর সার্বিক নির্দেশনায় এস আই (নি) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বান্দরবান সাঙ্গু ব্রিজ সংলগ্ন হোটেল সরওয়ার আবাসিক হোটেল থেকে ১৫০ ইয়াবাসহ এই তিন ব্যক্তিকে আটক করে । যাদের মধ্যে দুইজন বর্তমানে হোটেল সওরয়ারে কর্মরত আছেন।

আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ সেলিম (৪৫), মো. শাকিল হাসান (২৬) , আশরাফুল হাসান সজল (১৮) ।

এ সময় আটকৃত ব্যক্তিদের কাছ থেকে ১৫০ ইয়াবা নগদ ৩ হাজার ৭০০ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয় ।

এ বিষয়ে কর্তব্যরত ২ এপিবিএন এসআই মো. মহিউদ্দিন জানান, বান্দরবানে ২ এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি আলী আহমন খান স্যারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করেছি।

বান্দরবান জেলাকে মাদকমুক্ত করতে ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য বান্দরবান ২ এপিবিএন সর্বদা কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সকল অপরাধের বিরুদ্ধে আর্মড ব্যাটালিয়ান পুলিশ সর্বদা এরকম অভিযান অব্যাহত রাখবে। তাই প্রশাসনের সার্বিক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

(ঢাকাটাইমস/১২মার্চ/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :