মৌলভীবাজারে বিএনপির মানববন্ধনে হামলায় কাতারে রাজনগর জাতীয়তাবাদী ফোরামের প্রতিবাদ

আমিন ব্যাপারী, কাতার
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৩, ১২:৩১
অ- অ+

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাছের রহমান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহান এবং জাসাসের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কাতার শাখা।

মঙ্গলবার রাজনগর জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দোহার নিউ জামান হোটেলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সেলিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক আসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সহসভাপতি ও ফোরামের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান।

এতে বক্তব্য রাখেন কাতার বিএনপির সহ-সভাপতি আব্বাস উদ্দীন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কাজল,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফনি ভূষণ দাস, শাহাদাত হোসেন, আহমেদ নবী নোমান, যুবদল নেতা আমিনুল ইসলাম সুমন, সংগঠনের উপদেষ্টা সেলিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শেখ সাইদুর রহমান, সহসভাপতি মোক্তার তালুকদার, যুগ্ম-সম্পাদক সুজানুর রহমান, সাইফুর রহমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রসঙ্গত, গত শনিবার (১১ মার্চ) দুপুরে মৌলভীবাজারে বিএনপির মানবন্ধনে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ ২০ জন আহত হন। আহতদের মধ্যে ছাত্রলীগের ৫ জন রয়েছে। সংঘর্ষ চলাকালে ২টি গাড়ি ভাংচুর করা করা হয়। আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে: মির্জা ফখরুল 
ভৈরবে দুদিনে শিয়ালের কামড়ে আহত ১৫ 
সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেপ্তার
বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে রয়েল বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা