মৌলভীবাজারে বিএনপির মানববন্ধনে হামলায় কাতারে রাজনগর জাতীয়তাবাদী ফোরামের প্রতিবাদ

আমিন ব্যাপারী, কাতার
  প্রকাশিত : ১৫ মার্চ ২০২৩, ১২:৩১
অ- অ+

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাছের রহমান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহান এবং জাসাসের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ওপর আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির কাতার শাখা।

মঙ্গলবার রাজনগর জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে দোহার নিউ জামান হোটেলে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সেলিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক আসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সহসভাপতি ও ফোরামের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান।

এতে বক্তব্য রাখেন কাতার বিএনপির সহ-সভাপতি আব্বাস উদ্দীন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কাজল,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফনি ভূষণ দাস, শাহাদাত হোসেন, আহমেদ নবী নোমান, যুবদল নেতা আমিনুল ইসলাম সুমন, সংগঠনের উপদেষ্টা সেলিম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শেখ সাইদুর রহমান, সহসভাপতি মোক্তার তালুকদার, যুগ্ম-সম্পাদক সুজানুর রহমান, সাইফুর রহমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রসঙ্গত, গত শনিবার (১১ মার্চ) দুপুরে মৌলভীবাজারে বিএনপির মানবন্ধনে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ ২০ জন আহত হন। আহতদের মধ্যে ছাত্রলীগের ৫ জন রয়েছে। সংঘর্ষ চলাকালে ২টি গাড়ি ভাংচুর করা করা হয়। আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন।

(ঢাকাটাইমস/১৫মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা