মাহিয়া মাহির গ্রেপ্তারের ঘটনায় যা বলেছিলেন তারা

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৩, ১৯:২৯
অ- অ+

ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি। শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে গ্রেপ্তারের কয়েকঘণ্টা পরেই শনিবার বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন দুই মামলায় মাহির জামিন মঞ্জুর করেন।

সৌদি আরবে ওমরা শেষে দেশে ফিরছিলেন মাহিয়া মাহি। তিনি বর্তমানে নয় মাসের অন্তঃসত্ত্বা। এমন অবস্থায় মাহির গ্রেপ্তার নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের তারকা কিংবা গণমাধ্যমকর্মী সবাই এ ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন। তাদের ভাবনায় প্রাধান্য পায় মাহির অন্তঃসত্ত্বার অবস্থা।

মাহির জামিন মঞ্জুর হওয়ার পর চিত্রনায়িকা পরীমনি ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেছেন, ‘এইটা কোনো কথা না ভাই। চুপ করে থাকতে থাকতে কখন যে বোবা হয়ে যাবো আমরা। দেখছেন মাহীর দিকে। বুক কাঁপলো না আপনাদের! একজন অন্তঃসত্ত্বার এই শারীরিক ও মানসিক ধকলের দায়ভার কে নিচ্ছে তাহলে! আইনের এই খেলা বন্ধ হোক। মাহীকে অনতিবিলম্বে মুক্তি দেয়া হোক।’

অন্যদিকে মাহিকে গ্রেপ্তারের পর জয়া আহসান তার ফেসবুকে লেখেন, অভিনেত্রী মাহিয়া মাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেপ্তার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন নয় মাসের অন্তঃসত্ত্বা। তার অভিযোগের তদন্ত চলুক। কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করব, মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে যেন সংবেদনশীল থাকবেন।

তমা মির্জা লিখেছেন, ‘মাহিয়া মাহি সরকার এতো বড় অপরাধ করে ফেলেছে যে আট মাসের গর্ভবতী এক নারীকে এতো আয়োজন করে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো? আসলে অনেক বড় আসামি ধরে ফেলেছে ...ও আমি আবার এগুলা নিয়ে কেনো কথা বলছি দেখা যাবে কথা বলার অপরাধে আমিও .......আম্মু। আমি ভাই এসবের মধ্যে নেই চরি আমার ভুল হয়েছে।’

নায়িকা রাজ রিপা লিখেছেন, ‘মাননীয় সরকার শেখ হাসিনা “বাংলার মা” আপনি ৯ মাসের এই গর্ভবতী নারীকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। তিনি একজন শিল্পী “মাহিয়া মাহি” আমাদের দেশের সম্পদ।’

নায়িকা ও উপস্থাপিকা জাহারা মিতু তার ফেসবুকে লিখেছেন, ‘মাহি আপু কি করেছেন? কাউকে খুন করেছেন? বিদেশে টাকা পাচার করেছেন? মানব পাচার করেছেন? ধর্ষণ করেছেন?নাহ তিনি এগুলোর কিছুই করেন নি। তার অপরাধ তিনি বিপদে বাস্তবসম্মত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। বাংলাদেশ থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে যা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে তাই বলেছেন, তাই করেছেন।’

‘আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে নিয়ে তিনি যা বলেছেন তা সত্যিই উচিৎ হয়নি। হয়তো তার উচিৎ ছিলো তার কাছে যে তথ্য গিয়েছে তার উপর বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরমহলের নিকট আশ্রয় প্রার্থনা করা। কিন্তু তিনি বোকামী করে বসেছেন। আমরা বোকা বলেই হয়তো ভাবি বিনোদন মাধ্যমে কাজ করে মানুষের ভালোবাসা পাওয়া যায় যেমনটি পেয়েছিলেন আমাদের পূর্বসূরীরা কিন্তু আমাদের বোকামী আমাদেরকে বাঁচতে দেয় না, হাসতে দেয় না।’, বলেন জাহারা মিতু।

এই অভিনয় শিল্পী বলেন, ‘তিনি গ্রেপ্তার হয়েছেন, অবাক হইনি। লাইভ দেখার পর এটাই কাম্য ছিলো। সত্যি বলছি। কিন্তু এতোগুলো নারী পুলিশ দিয়ে দেশে পা রাখার সাথে সাথেই কেনো? তিনিতো পালিয়ে যেতেন না। তাকে ডাকা যেতো। ওখানেই কথা বলা যেতো। আমি আইনের মার-প্যাঁচ বুঝিনা, এজন্য হয়তো নিজেও অজ্ঞের মতন কথা বলতে পারি। তবে এতটুকু বুঝি তাকে একজন শিল্পী হিসেবে এতটুকু সম্মান দেওয়া যেতো। আশা করছি ভুল বোঝা-বুঝির অবসান হবে। হয়তো কিছুক্ষণ/কিছুদিন পরেই আপু লাইভে আসবেন, মুচলেকা দিবেন। বলবেন আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী তাকে সহযোগিতা করেছেন, হয়তো!! অন্তত সেই আশাই করছি। আপু ফিরে আসুক, জলদি আসুক।’

(ঢাকাটাইমস/১৮মার্চ/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা