ফ্যান্টাসি কিংডমে 'পোলার আইসক্রিম মনের সুখে আঁকি' অনুষ্ঠিত

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২৩, ২১:১০
অ- অ+

কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লি. ও পোলার আইসক্রিম আয়োজিত "পোলার আইসক্রিম মনের সুখে আঁকি” চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্সে চতুর্থবারের মতো এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগিতায় দুইটি গ্রুপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের মধ্য থেকে ১০ জন প্রতিযোগীকে চূড়ান্তভাবে বাছাই করে বিজয়ীদের মাঝে সম্মাননা পদক, সনদপত্র এবং বই প্রদান করা হয়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের ডিন প্রফেসর নিসার হোসেন, বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক ড. ফরিদা জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ পাল, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সহযোগী অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- কনকর্ড এন্টারটেইনমেন্ট কো. লি.-এর নির্বাহী পরিচালক অনুপ কুমার সরকার, জনসংযোগ বিভাগের প্রধান এম মাহ্ফুজুর রহমানসহ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৮মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
তেহরিক-ই-তালেবান পাকিস্তানে সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বনানীতে পথশিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেপ্তার
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা