মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
| প্রকাশিত : ২০ মার্চ ২০২৩, ১৩:৫৫
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে বাবলু হোসেন (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার রাত ১১টার দিকে উপজেলার ভাটেরা রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবলু ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা টাইমসকে জানান, রাতে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে বাবলু হোসেন নামে ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে সোমবার সকালে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।(ঢাকাটাইমস/২০মার্চ/এসএ)