বৈশ্বিক পানি সংকট নিয়ে জাতিসংঘের ব্যতিক্রমী সম্মেলন

বিশ্বের কোথাও পানি ঘাটতি, কোথাও অতিরিক্ত, আবার কোথাও দূষণ অথবা পানি নিয়ে সমস্যা। বিশ্বজুড়ে পানি সংকটের বিষয়টি দীর্ঘদিন ধরেই উপেক্ষিত ছিল। যদিও এর সঙ্গে বিশ্বের কোটি কোটি মানুষের কল্যাণ জড়িত।
আশার কথা দীর্ঘ নীরবতা ভেঙে চলতি সপ্তাহে জাতিসংঘ এ সংকট মোকাবেলায় ব্যতিক্রমী এক সম্মেলনের আয়োজন করছে। গত ৪৬ বছরের মধ্যে এ প্রথম বিশ্ব পানি ইস্যুতে একত্রিত হচ্ছে। জাতিসংঘ পানি শীর্ষ সম্মেলনের আয়োজন হচ্ছে।
নেদারল্যান্ডসের পানি বিষয়ক বিশেষ দূত হেংক ওভিংক বলেছেন, আগামী ২২ থেকে ২৪ মার্চ নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে এই সম্মেলন উদ্বোধন করা হবে।
আয়োজক পক্ষ থেকে বলা হয়েছে, সম্মেলনের প্রাথমিক লক্ষ্য বৈশ্বিক পানি সংকট নিয়ে সচেতনতা সৃষ্টি এবং পানি সম্পর্কিত লক্ষ্য ও উদ্দেশ অর্জনে আন্তর্জাতিকভাবে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা।
সম্মেলনকে সামনে রেখে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জাতিসংঘ পানি সম্মেলন ২০২৩-এ অবশ্যই জোরালো ওয়াটার অ্যাকশন এজেন্ডা গ্রহণ করতে হবে।
ওয়াটার কনফারেন্সের সহ-আয়োজক নেদারল্যান্ডস এবং তাজিকিস্তানের প্রস্তাবের ভিত্তিতে ২০২২ সালের জুলাইয়ে পানি সম্মেলনের পাঁচটি থিম নির্ধারণ করা হয়। পরে ওই বছরের অক্টোবরে প্রস্তুতিমূলক সভায় জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো এতে সম্মতি দেয়।
জাতিসংঘ বলছে, বিশ্বের ২৩০ কোটি লোক পানি সংকটে ভুগছে। ২০২০ সালে ২০০ কোটি লোকের খাবার পানির সংকট ছিল, ৩৬০ কোটি লোকের বাড়িতে কোনো টয়লেট ছিল না এবং ২৩০ কোটি লোকের বাড়িতে হাত ধোয়ারও ব্যবস্থা ছিল না। স্যানিটারি ব্যবস্থার দুর্বলতার কারণে লোকজন অতি সহজেই রোগাক্রান্ত হয়ে পড়ছে।
এ সকল প্রেক্ষিত ২০১৫ সালে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা থেকে বেশ দূরের বিষয়। এ লক্ষ্যমাত্রায় ২০৩০ সালের মধ্যে সকলের জন্যে পানি ও স্যানিটেশান সুবিধা নিশ্চিতের কথা বলা হয়েছে।
জাতিসংঘের এ সম্মেলনে ওয়াটার অ্যাকশান এজেন্ডার জন্যে প্রস্তাব উপস্থাপনে সরকারি ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট লোকজনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/২০মার্চ/ডিএম)
সংবাদটি শেয়ার করুন
আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত
আন্তর্জাতিক এর সর্বশেষ

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৫০, হাসপাতালে ভর্তি ১৭৯

ভারতের নতুন সংসদ ভবনে বাংলাদেশ-পাকিস্তানকে নিয়ে ‘অখণ্ড ভারতের’ মানচিত্র!

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে গোলাবর্ষণে দুজন নিহত

মিসরে বালু ঝড়ের আঘাতে বিলবোর্ড ধস, নিহত ১

মেক্সিকোতে ৪৫ বস্তাভর্তি মানব দেহের অঙ্গ উদ্ধার

সেনেগালে বিরোধী দলীয় নেতার সাজা ঘোষণার পর সংঘর্ষ, নিহত ৯

এবার বিমানবাহিনীর অনুষ্ঠান মঞ্চে হোঁচট খেয়ে পড়লেন প্রেসিডেন্ট বাইডেন

ইউক্রেনে রাশিয়ার জয় নিয়ে আত্মবিশ্বাসী পুতিন

দুর্নীতির দায়ে সেনেগালের বিরোধী দলের নেতার দুই বছরের কারাদণ্ড
