ফোর জিতে গত বছরে বাংলালিংকের আয় বেড়েছে ৯০ শতাংশ

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৩, ২১:৩৯
অ- অ+

গেল বিশ্বকাপে টফিতে ফিফা ফুটবল দেখেছে ৪ কোটি। সেবার মান উন্নয়ন ও ৪ জির প্রসারে গেল বছরে সেবা থেকে ৯০ শতাংশ আয় বেড়েছে বাংলালিংকের। ডিজিটাল ও ডেটা থেকে গত বছরে তাদের বাংলাদেশে আয় বেড়েছে ৩২.৬ শতাংশ।

সোমবার রাজধানীর গুলশানে টাইগার গার্ডেনে সংবাদ সম্মেলনে এমনটাই তুলে ধরেন বাংলালিংকের মাদার প্রতিষ্ঠান ভিয়ন গ্রুপ চেয়ারম্যান কান্তে জি।

এমন সফলতা নিয়ে ২০২৩ সালের পরিকল্পনা তুলে ধরে বললেন, মানবিক-প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে বেশ ভালো করছে বাংলাদেশ। আমার মনে হয় সদস্য বাজারে আসা জিপিটি-তে নেতৃত্ব দেবে বাংলাদেশ। সেই যাত্রায় গ্রাহকদের সেরা সেবা দিতে এগিয়ে থাকবে বাংলালিংক। রাশিয়ার যুদ্ধের কারণে সেখানে ভিওন এর ব্যবসায় কমে যাওয়ায় বাংলাদেশ এখন ভিওনের জন্য দ্বিতীয় বৃহত্তম বাজার।

বাংলালিংক সিইও এরিক অস জানালেন, চলতি বছরের মার্চে এসে বাংলালিংক এর গ্রাহক সংখ্যা ৪ কোটি ১০ লাখ ছাড়িয়েছে। অপারেটরটির ফোরজি ১৪ হাজার বিটিএস থেকে দেশের ৮১ শতাংশ জনসংখ্যার কাছে পৌঁছে গেছে তারা। সর্বোচ্চ তরঙ্গ নিয়ে ইয়ার অন ইয়ার নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে ১২ শতাংশ। এর ফলে গত তিন বছর ধারাবাহিক ফোরজি গতিতে ওকলায় সেরা হয়েছে।

এরিক বাংলালিংক এর টফি অ্যাপ নিয়ে জানালেন, এরইমধ্যে ৫ কোটি ২০ লাখ মানুষ নিবন্ধিত হয়েছে এই অ্যাপে। প্রতি মাসে দেখেন ২০ কোটি গ্রাহক। ২০২২ সালে মুনাফা ডাবল ডিজিট স্পর্শ করে ১৪০ কোটি ৪ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে সেবা থেকে আয় হয়েছে ১৪০ কোটি ১ লাখ।

অনুষ্ঠান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

(ঢাকাটাইমস/২০মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা