কর্মসংস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ ‘ক্যারিয়ার ফেয়ার’

শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের নতুন উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। চাকরিদাতা ও চাকরি প্রত্যাশীদের নিয়ে দিনব্যাপী ‘ক্যারিয়ার ফেয়ার’ এর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার সকালে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই ক্যারিয়ার ফেয়ার শুরু হয়। টাঙ্গাইল অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী চলে এই ক্যারিয়ার ফেয়ার। জাতীয় বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসন-টাঙ্গাইল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টাঙ্গাইল ও এসপায়ার টু ইনোভেট-এটুআই যৌথভাবে এই ‘ক্যারিয়ার ফেয়ার’ এর আয়োজন করেছে। ‘ক্যারিয়ার ফেয়ার’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। এই অনুষ্ঠানে চাকরিদাতা বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের চাকরির পাওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। অনেক প্রতিষ্ঠান চাকরির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত চেয়েছেন। তারা বলেছেন, যোগ্য শিক্ষার্থীদের চাকরির জন্য আমাদের কাছে আসতে হবে না। আমরাই তাদের কাছে যাবো।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘চাকরি পাওয়া কোনো কঠিন বিষয় নয়। যদি নিজেকে উপযুক্ত করে গড়ে তোলা যায়, তাহলে চাকরিই তোমাদের খুঁজে নেবে।’ কোনোভাবে হতাশ হওয়া যাবে না উল্লেখ করে উপাচার্য ড. মশিউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘যারা আজকে সমাজে সফল হয়েছেন, কেউ ভিন্ন কিছু নয়। তারা আমাদের সমাজেরই মানুষ। সুতরাং কঠোর পরিশ্রম এবং অধ্যবসয়ের মাধ্যমেই কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। বাঙালি এমনিতেই বুদ্ধিদীপ্ত। তোমরা অনেক স্মার্ট। তোমাদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা লুকায়িত রয়েছে, যা হয়তো তোমরা জানো না। কিন্তু কঠোর পরিশ্রম তোমাদের সেই প্রতিভা উজ্জ্বল হয়ে উঠতে পারে।’
দেশের প্রথিতযশা এই সমাজবিজ্ঞানী ড. মশিউর রহমান বলেন, ‘তোমরা তথাকথিত চাকরির ফ্রেমের মধ্যে আটকে আছো। সারা পৃথিবীতে এই চিত্র পাল্টে গেছে। সুতরাং ওই জায়গায় একটা পরিবর্তন আনার জন্য মূলত আমরা ‘ক্যারিয়ার ফেয়ার’ এর আয়োজন করেছি। তোমরা নতুন দক্ষতা অর্জন করলে ইউরোপ-আমেরিকার চাকরি ঘরে বসে করতে পারবে। কিন্তু সেটির জন্য দরকার নতুন দক্ষতা অর্জন।’
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসন (আইসিটি ও শিক্ষা) মুহাম্মদ আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের অধ্যক্ষ মো. শহীদুজ্জামান মিয়া, টাঙ্গাইলের চেম্বার অ্যান্ড কমার্স এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন এম সিবলী সাদিক, এসপায়ার টু ইনোভেটের স্ট্রাটেজি এন্ড ইনোভেশন স্পেশালিস্ট আসাদ-উজ-জামান প্রমুখ।
(ঢাকাটাইমস/২১মার্চ/এআর)
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

ইউআইটিএসের দ্যা ইংলিশ ক্লাবের নির্বাচন: ভিপি শাদমান তাসিন জিএস সাহরিন সাফিন

আগামীতে শিক্ষাই হবে আমাদের মেগা প্রজেক্ট: শিক্ষামন্ত্রী

গ্লোবাল বিজনেজ স্কুল-জিবিএসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর সমাধিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন

কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির ‘আত্মহত্যা’

ঢাবির আন্তঃহল বিতর্কে চ্যাম্পিয়ন বঙ্গবন্ধু হল ও বঙ্গমাতা হল

রাষ্ট্রপতির নির্দেশে পাবিপ্রবি প্রতিনিধিদলের লিফট কিনতে তুরস্ক যাওয়া স্থগিত

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

জাবি: ছিনতাই থামছে না, দায় কার?
