২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চার জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে চার জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে সর্বমোট ১৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে চলতি বছর ডেঙ্গুতে মোট নয়জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২১ মার্চ ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৯৮ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪১৫ জন ডেঙ্গু রোগী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চিকিৎসা শেষে ৭৮৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৩৮২ জন ঢাকার বাসিন্দা, বাকি ৪০৪ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।
(ঢাকাটাইমস/২১মার্চ/পিআর/এসএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

পদ্মায় নিখোঁজ দুই ছাত্রের মধ্যে একজনের লাশ উদ্ধার

আইসিইউতে সিরাজুল আলম খান

পদ্মা নদীতে গোসলে নেমে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ

যারা গাড়ি ভাঙচুর করেন, মামলা আছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারা পৌঁছেছেন রাষ্ট্রপতি

বাজেট গরিববান্ধব গণমুখী, সমালোচনা গৎবাঁধা: তথ্যমন্ত্রী

বিএনপি বাজেট দিত ভিক্ষার টাকায়: আইনমন্ত্রী

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আঙ্কারা গেছেন রাষ্ট্রপতি

জুনে কম বৃষ্টির সম্ভাবনা, অব্যাহত থাকতে পারে তাপদাহের দাপট
