কমল হজের খরচ, বাড়ানো হয়েছে নিবন্ধনের সময়ও

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ১৬:১০| আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৬:৪১
অ- অ+

কিছুটা কমানো হলো হজের খরচ। ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে সরকারি হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৭১ হাজার ২৯০ টাকা। একই সঙ্গে বাড়ানো হয়েছে নিবন্ধেনের সময়ও। আগামী ২৭ মার্চ পর্যন্ত নিবন্ধন করা যাবে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার থেকেই এ নিবন্ধন চলবে।

গত ১ ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করে সরকার। এরপর থেকেই প্যাকেজ নিয়ে সমালোচনা শুরু হয়। দাবি ওঠে খরচ কমানোর। গত বছর সরকারিভাবে হজের প্যাকেজ-১ এ পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার ৯৬ হাজার ৬৭৮ টাকা বাড়িয়ে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়।

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

ঢাকাটাইমস/২২মার্চ/ ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অকাল মৃত্যু ঠেকাতে তামাক নিয়ন্ত্রণ আইনের সংস্কার জরুরি: ১৯ সংগঠন
ছাত্রদল কমিটি ঘোষণার জেরে চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: চাঁদাবাজি নয়, দোকান দখল নিয়েই বিরোধে হত্যা
তোফায়েল বনাম শেখ সেলিম: আ.লীগের রাজনীতিতে কে বেশি ক্ষমতাবান ছিলেন?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা