কমল হজের খরচ, বাড়ানো হয়েছে নিবন্ধনের সময়ও

কিছুটা কমানো হলো হজের খরচ। ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা থেকে ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে সরকারি হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ছয় লাখ ৭১ হাজার ২৯০ টাকা। একই সঙ্গে বাড়ানো হয়েছে নিবন্ধেনের সময়ও। আগামী ২৭ মার্চ পর্যন্ত নিবন্ধন করা যাবে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার থেকেই এ নিবন্ধন চলবে।
গত ১ ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করে সরকার। এরপর থেকেই প্যাকেজ নিয়ে সমালোচনা শুরু হয়। দাবি ওঠে খরচ কমানোর। গত বছর সরকারিভাবে হজের প্যাকেজ-১ এ পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার ৯৬ হাজার ৬৭৮ টাকা বাড়িয়ে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়।
সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
ঢাকাটাইমস/২২মার্চ/ ইএস
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

দেশের উন্নয়ন কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যদের পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়ার নির্দেশ রাষ্ট্রপতির

সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকলে ভিসানীতি নিয়ে ভয়ের কিছু নেই: মার্কিন রাষ্ট্রদূত

৯৫টি দেশের ৮ হাজার সংগঠনের মধ্যে প্রথম চারশোতে ‘কৃষকের বাতিঘর’

সুন্দরবন প্রবেশে জুন থেকে আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা

সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে গবেষণা জোরদারের তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর

৯৯৯ এ ফোন দিয়ে দুবাইগামী বোনকে উদ্ধার, দুই পাচারকারী আটক

বাজেটে মুক্তিযোদ্ধা সংসদের জন্য আরও বরাদ্দ চান আ ক ম মোজাম্মেল হক

প্রবাসী কর্মীদের সর্বোত্তম সেবা দিতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

ইভিএমে কারচুপির সুযোগ নেই: সিইসি
