বান্দরবানে পাড়াপ্রধানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বান্দরবানের রোয়াংছড়িতে থনচুন বম (৭০) নামে এক পাড়াপ্রধানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার পুরাতন রামথাহপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রোয়াংছড়ি উপজেলার পুরাতন রামথাহপাড়া এলাকার পাড়াপ্রধান থনচুন বমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে। এসময় মৃতদেহের পাশ থেকে ৩টি দেশীয় গাদা বন্দুক উদ্ধার করা হয়। তবে কে বা কারা তাকে হত্যা করেছে- সে বিষয়ে কিছু জানা যায়নি। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, রামথাহপাড়া থেকে এক পাড়াপ্রধানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২২মার্চ/এলএ)

মন্তব্য করুন