আবাসিক হোটেল থেকে জাল নোট তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৩, ১৫:১২
অ- অ+

বাগেরহাটে আবাসিক হোটেলে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে জালনোট ও নোট তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের রাহাতের মোড়ের একটি আবাসিক হোটেলের চারতলায় অভিযান চালিয়ে পুলিশ জাল টাকা সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া মো. মোশারেফ মৃধা (৪২) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাতকাছিমা গ্রামের শাহেদ আলী মৃধার ছেলে।

১৮টি এক হাজার টাকার জালনোট, হাজার টাকা সাইজের ৪০ পিস কাগজ, দুই পিস কালো কাপড় এবং দুই বোতল টাকা ছাপার তরল পদার্থ উদ্ধার করা হয়।

বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের গণমাধ্যম উইংয়ের সমন্বয়ক পরিদর্শক আশরাফুল আলম বলেন, বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের রাহাতের মোড়ের আবাসিক হোটেল বিলাসের চারতলার একটি কক্ষে অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। কক্ষ থেকে মোশারেফ মৃধা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তার কক্ষে তল্লাশি চালিয়ে তৈরি করা হাজার টাকার নোট এবং নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশের ওই দলটি।

তিনি দীর্ঘদিন ধরে শহরের এই হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে জাল টাকা তৈরি করে বাজারে ছেড়ে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে এই কর্মকর্তা দাবি করেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আরও যেসব কারণ সামনে আসছে
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: নিহত বেড়ে ২৯১
মুরাদনগরে ট্রাফিক লাইনম্যানকে পিটিয়ে যখম করল এনসিপি নেতারা
নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা