ঝিনাইদহের কালীগঞ্জে বাস উল্টে হেলপার নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ইব্রাহিম হোসেন মিজান (৩৫) নামে হেলপার নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ যাত্রী।
শুক্রবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেয়াবাগান তেল পাম্পের সামনে এই দুঘর্টনা ঘটে।
নিহত ইব্রাহিম কাালীগঞ্জ পৌরসভাধীন হেলাই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
জানা গেছে, শাপলা পরিবহনের একটি বাস যশোর থেকে যাত্রী নিয়ে কালীগঞ্জের দিকে যাচ্ছিলো। এসময় উপজেলার কেয়াবাগান তেল পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়েছি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাকাজনক বলে জানান ফায়ার ফাইটার এই অফিসার।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্যা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি বেপরোয়া মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যাত্রীবাহী বাসটি। এতে একজন নিহত হয়েছে এবং ২০জন যাত্রী আহত হয়েছেন বলে তিনি জানান।
(ঢাকাটাইমস/২৪মার্চ/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

গাজীপুরে দেড় কোটি টাকার ইয়াবা-হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী গ্রেপ্তার

মাদারীপুরে সোহেল হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ ভাই গ্রেপ্তার

গাজীপুরে বিপুল হেরোইন-ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মুক্তাগাছার অটোরিকশা চালক কামাল হত্যা মামলার ৬ আসামি গ্রেপ্তার

পুলিশি বাধা উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ, স্মারকলিপি

চেক প্রতারণা: ব্যবসায়ী সুমন কান্তির ১০ মাসের কারাদণ্ড, ১৩ লাখ টাকা জরিমানা

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে রাশিয়ার হস্তক্ষেপ নেই: রাষ্ট্রদূত

বোয়ালমারীতে দুই শিশুকে চুরির অপবাদে নির্মম নির্যাতন!

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে দোয়া
