মানবাধিকার বিষয়ক প্রতিবেদন প্রকাশের আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া দরকার ছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৩, ১৪:৪৪
অ- অ+

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রতিবেদন প্রকাশ করেছে তা শতভাগ স্বচ্ছ ও ত্রুটিমুক্ত নয় বলে মনে করছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন।

সংগঠনটি বলছে, প্রতিবেদনে অনেক বিষয় ভুলভাবে এসেছে। যাদের সূত্রে ওই প্রতিবেদন করা হয়েছে তারা অনিবন্ধিত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। তাই প্রতিবেদন প্রকাশের আগে আরও যাচাই-বাছাই ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার দরকার ছিল।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 'মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন বিষয়ক' সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দরা এসব কথা বলেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আবেদ আলী তার লিখিত বক্তব্যে বলেন, গত ২০ মার্চ বাংলাদেশ মানবাধিকার পরিস্থিতির বিষয়ে যুক্তরাষ্ট্র একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে যে দুটো সংগঠন ও ব্যক্তিদের সূত্র উল্লেখ করা হয়েছে তারা অনিবন্ধিত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত নয়। দুটো সংগঠনের একটি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সমাবেশে হতাহতের সংখ্যা নিয়ে যে তথ্য প্রদান করেছিল তা বিভ্রান্তিমূলক।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদনে যে পর্যবেক্ষণ দেয়া হয়েছে তা যথাযথ নয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিচার বিভাগের যোগ্যতা ও সততা নিয়ে প্রশ্ন তুলেছে।

তিনি বলেন, প্রতিবেদনে দেশের গণতন্ত্রকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। বিশ্বের কোনো দেশের গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিহীন নয়। বেশকিছু নাগরিক সংগঠনের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার নির্বাচন কমিশন আইন করেছে,যা পূর্বে ছিল না। ইতিমধ্যেই নির্বাচন কমিশন স্বাধীনভাবে বেশ কিছু নির্বাচনে তাদের নিরপেক্ষতা, যোগ্যতা ও সাহসিকতার প্রমাণ দিয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ নিয়ে প্রতিবেদনে যা বলা হয়েছে তা সঠিক নয়। কারণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে সরকারের সমালোচনা বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে, তাতে সরকারের কোনো হস্তক্ষেপ লক্ষ্য করা যায়নি। এমনকি সরকারের পক্ষ থেকে আইনটির আপত্তিকর ধারা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান, সাবেক নির্বাচন কমিশনার জেনারেল শাহাদাত হোসেন, আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল কালাম আজাদ, ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক ইকবাল বাহার প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫মার্চ/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচি
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা