স্বাধীনতা দিবসে সেনা ও নৌবাহিনীর অনারারি কমিশন পেলেন ১৬ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১২:৪৫ | প্রকাশিত : ২৬ মার্চ ২০২৩, ১২:৪০

২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনী ও নৌবাহিনীর অনারারি কমিশন পেয়েছেন ১৬ জন।

এর মধ্যে সেনাবাহিনীর দুইজন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ১০ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশন দেয়া হয়েছে।

এছাড়া নৌবাহিনীর চারজন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।

কমিশন পেলেন যারা

অনারারি কমিশন পাওয়া দুই সেনা কর্মকর্তা হলেন- অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. আমানত আলী, অনারারি লেফটেন্যান্ট (করণিক) মো. আব্দুল মান্নান মোল্লা।

সেনাবাহিনীর ১০ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হচ্ছেন- মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. মুক্তার হোসেন, মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ বোরহান উদ্দিন, মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মোহাম্মদ সামছু উদ্দিন, মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) সৈয়দ আনিচুর রহমান, মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো. আলমগীর হোসেন আকন্দ, মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএভেহি:) রামকৃষ্ণ পাল, মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. মহিউদ্দিন মিয়া, মাস্টার ওয়ারেন্ট অফিসার (স্টেনো) জসীম উদ্দীন, মাস্টার ওয়ারেন্ট অফিসার মু. জাফর হোসেন, মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমএ) মো. নজরুল ইসলাম।

বাংলাদেশ নৌবাহিনী

নৌবাহিনীর চারজন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ সাইদুল ইসলাম, এমসিপিও (এক্স) (এফসি-১), মোহাম্মদ আমিনুল ইসলাম, এমসিপিও (এস/ডব্লিউ), মো. রেফাজ উদ্দীন সরদার, এমসিপিও (আর), মোহাম্মদ আমিনুল ইসলাম, এমসিপিও (মেড) (ল্যাবটেক)।

সেনা ও নৌবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ঢাকাটাইমস/২৬মার্চ/এসএস/এফএ

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

ডিএমপির ছয় এডিসি-এসিকে বদলি

জিএমপির এডিসি খায়রুল আলমের রাজশাহীতে বদলির আদেশ বহাল, ২১ এপ্রিলের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে

নিজ বাহিনীতে ফিরে গেলেন র‌্যাব মুখপাত্র মঈন

চাকরি হারালেন এসপি শাহেদ ফেরদৌস, করেছিলেন যে অপরাধ

নির্দিষ্ট সময়ে উদীচীর অনুষ্ঠান শেষ না করা ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা অনভিপ্রেত: ডিএমপি

পিআইবির পরিচালক হলেন কে এম শাখাওয়াত মুন

ডিএমপির দুই কর্মকর্তাকে বদলি

জীবন বীমায় নতুন এমডি, পরিচয় নিবন্ধনে নতুন ডিজি ও মহিলা সংস্থায় ইডি নিয়োগ

ঈদে মোটরসাইকেল নিয়ে ছুটিতে যেতে পারবেন না পুলিশ সদস্যরা

পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান আমিন উল আহসান

এই বিভাগের সব খবর

শিরোনাম :