৩৯ বলে সেঞ্চুরি, গেইলের রেকর্ড ভাঙলেন চার্লস

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ মার্চ ২০২৩, ২০:৫০ | প্রকাশিত : ২৬ মার্চ ২০২৩, ২০:৩০

সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাত্র ৩৯ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার জনসন চার্লস। আর তাতেই গেইলকে পেছনে ফেলেন ক্যারিবিয়ানদের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি।

ভারতে অনুষ্ঠিত ২০১৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবিয়ান দানব নামে খ্যাত ক্রিস গেইল। এতদিন ধরে সেটাই ছিল ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততেম সেঞ্চুরি। এবার সেই রেকর্ড পেছনে ফেললেন চার্লস।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটিও নিজের করে নিতে পারতেন চার্লস। কিন্তু ৮ রানের আক্ষেপ থেকে যায় তার। ২০১৭ সালে ভারতের বিপক্ষে ১২৫ রান করেছিলেন এভিন লুইস। সেটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে আজ ৩৯ বলে সেঞ্চুরি পূরণের পর থেমেছেন ১১৮ রানে। মাত্র ৪৬ বলে খেলা তার এই ইনিংসটি ১০টি চার ও ১১টি ছয়ে সাজানো।

(ঢাকাটাইমস/২৬মার্চ/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :