মহাখালী কাঁচাবাজারে বিএসটিআইয়ের অভিযান, অনুমোদনহীন মুড়ি বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১৫:৪৮

রাজধানীর মহাখালী কাঁচাবাজারে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই। এসময় প্যাকেটজাত কিন্তু বিএসটিআইয়ের অনুমোদনহীন মুড়ি বিক্রি করায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিএসটিআইয়ের উপ পরিচালক মোহাম্মদ রিয়াজুল হক এ জরিমানা করেন।

অভিযানকালে কাঁচাবাজারে পণ্যের ওজন, মান, প্যাকেটজাত পণ্যে বিএসটিআইয়ের অনুমোদন আছে কিনা এবং ফল ও মাছে ফরমালিন আছে কিনা তা তদারকি করে বিএসটিআই।

এ ব্যাপারে মোহাম্মদ রিয়াজুল হক বলেন, 'ভ্রাম্যমাণ টেস্টিং ল্যাবের সাহায্যে মাছ ও ফলমূলে ফরমালিন রয়েছে কিনা সেটা আমরা জনসম্মুখে পরীক্ষা করছি। পণ্যের ওজন, মান ঠিক আছে কিনা তাও খতিয়ে দেখছি।'

রমজান মাসজুড়ে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এমএইচ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :