পশ্চিমারাই ইউক্রেন সংঘাতের সূচনা করেছে: পুতিন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১৭:১৩
অ- অ+

পশ্চিমাদের কারণে ইউক্রেন সংঘাতের সূচনা হয়েছে বলে মন্তব্য করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলছেন, পশ্চিমাদের কারণে এই সংঘাত শুধু সূচনাই হয়নি, বরং তারা অবিরত উসকানি দিয়ে যাচ্ছে। সাংবাদিক ও টিভি উপস্থাপক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিমাদের রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন।

পুতিন বলেন, ‘পশ্চিমারা আজ আরও লক্ষাধিক অস্ত্র-শস্ত্র, হার্ডওয়্যার এবং আরও অনেক কিছু হস্তান্তর করছে। অথচ তারা ভান করছে যে এতে তাদের কোনো হাত নেই। অথচ সশস্ত্র অভ্যুত্থানের সূচনা তখনই হয় যখন আমাদেরকে ক্রিমিয়ার জনগণকে রক্ষা করতে বাধ্য করা হয়েছিল। এভাবেই আমরা ডনবাসকে সমর্থন দিয়ে যাই।

পুতিন উল্লেখ করেন, এই সংঘাতের জন্য ইউক্রেনের সাবেক নেতৃত্বের কিছু ভুলও দায়ী। তবে তা ইউক্রেনের অভ্যন্তরীণ ব্যাপার। সশস্ত্র সংঘাতের মধ্যে পশ্চিমারা কিয়েভ সরকারকে অস্ত্র সরবরাহ করে সমস্ত সীমা রেখা অতিক্রম করছে। ২০১৪ সালের প্রথম থেকেই অভ্যুত্থানকে সহায়তা করে তারা সীমা অতিক্রম করে আসছে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বদলগাছীতে বিএনপি নেতার বাড়ি থেকে রাসিকের সাবেক মেয়রের এপিএস গ্রেপ্তার
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আ.লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীদের নামাজ আদায়
টাঙ্গাইলে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, আহত ২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েত: যমুনা ছেড়ে মঞ্চের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা