গরিব ও দুঃস্থদের মাঝে বিজিবির ইফতারি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২৩, ২১:১৫

ধানমন্ডি আবাহনী মাঠে পাঁচশতাধিক গরিব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ঢাকা সেক্টরের অধীনে ঢাকা ব্যাটালিয়নের (৫-বিজিবি) উদ্যোগে ইফতার বিতরণ করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় পবিত্র রমজান মাসে সংযম পালন, ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এবার গণভবনে ইফতার পার্টি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন। আর সবাইকে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর এই ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন নীতির সঙ্গে একাত্মতা পোষণ করে বিজিবি পিলখানায় অনুষ্ঠিতব্য ইফতার পার্টি স্থগিত করে সারাদেশে মাসব্যাপী ইফতারি বিতরণ কার্যক্রম নিয়েছে। এরই অংশ হিসেবে বিজিবি মঙ্গলবার ধানমন্ডির আবাহনী মাঠে পাঁচ শতাধিক গরিব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করেছে। বিজিবির এই উদ্যোগ সারা রমজান মাসব্যাপী চলমান থাকবে।

এ সময় ঢাকা ব্যাটালিয়নের (৫-বিজিবি) উপ অধিনায়ক মেজর মাহবুবুর রহমান ও ঢাকা সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর সামিন মনোয়ার উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৮মার্চ/এএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :