বগুড়ায় বসতবাড়ির জায়গা নিয়ে সংঘর্ষ, আহত ১১

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মার্চ ২০২৩, ২২:৪১

বগুড়ার ধুনটে বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- উপজেলার জোড়শিমুল গ্রামের ছাবেদ আলীর ছেলে ইসমাইল হোসেন (৫০), লাল মিয়া (৪০), আবুল হোসেনের ছেলে হায়দার আলী (৪০), আব্দুর রশিদ (৪২), আয়নাল হক (৪৫) ও আকবর আলীর ছেলে খয়বর হোসেন (৬০), আব্বাস আলীর ছেলে আশরাফ আলী (৬০), আশরাফ আলীর ছেলে ফটিক হোসেন (৪০), স্বপন মিয়া (৩০), দুখু মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) ও আফজাল হোসেন (৪১)। তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে আশংকাজনক অবস্থায় ফটিক হোসেন, ইসমাইল হোসেন, স্বপন মিয়া, খয়বর হোসেন, আব্দুর রশিদ ও আয়নাল হককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতভিটার ১ শতক জায়গা নিয়ে জোড়শিমুল গ্রামের আব্বাস আলীর ছেলে আশরাফ আলীর সাথে প্রতিবেশী ছাবেদ আলীর ছেলে ইসমাইল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা বৈঠক করেও কোন সমাধান হয়নি। ঘটনার দিন বুধবার সকালে ওই জায়গায় ইসমাইল হোসেন ও তার লোকজন ঘর তুলতে গেলে আশরাফ আলী ও তার লোকজন বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, ১১ জন আহত ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে আশংকাজনক ৬ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত অন্য ৫ জনকে এখানে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :