ঈদ বাজারে দামে কারসাজি ঠেকাতে মাঠে থাকার ঘোষণা ভোক্তা অধিকারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২৩, ১৯:১২

ঈদ বাজারে দামে কারসাজি ঠেকাতে নিয়মিত তদারকির অংশ হিসেবে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে এ সভায় সংস্থার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান এ তথ্য জানান। ভোক্তা অধিকারের সভাকক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন পোশাক ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সফিকুজ্জামান বলেন, ঈদকে সামনে রেখে পণ্য বিক্রির ক্ষেত্রে শপিং মলগুলোতে কোনও অনিয়ম হলে মার্কেট কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ফিক্সড প্রাইসের দোকানে পণ্যে নতুন করে স্টিকার লাগিয়ে দাম পরিবর্তন করা হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ভোক্তার ডিজি বলেন, ‘বিদেশি পোশাক ও কসমেটিকসের ক্ষেত্রে আমদানিকারকের নাম ও সিল থাকতে হবে এবং এমআরপি আমদানিকারক প্রদত্ত হতে হবে। এছাড়া বাজারে নকল কসমেটিকস আইটেম থাকলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ঈদের সময় বাসের টিকিট নিয়ে যেন নৈরাজ্য না হয়, সে বিষয়ে নজরদারি করা হবে। পাশাপাশি ভোক্তা সম্পর্কিত ছোট ছোট বিষয়গুলোর দিকেও নজর দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘রমজান সামনে রেখে ব্রয়লার মুরগির বাজার অস্বাভাবিক আচরণ শুরু করেছিল। আমরা সেখানে নজর দিয়েছি, আমাদের পদক্ষেপের ফলে এবং একসঙ্গে সবাই কাজ করার ফলে এটি এখন স্বাভাবিক অবস্থায় এসেছে। আমরা ঈদ সামনে রেখে ভোক্তাদের অধিকার নিয়ে মাঠ পর্যায়ে আরও কাজ করবো।’

মতবিনিময় সভায় অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারসহ ডিজিএফআইয়ের প্রতিনিধি, এনএসআইয়ের প্রতিনিধি, টিসিবির প্রতিনিধিসহ বিভিন্ন পোশাক ব্র্যান্ডের প্রতিনিধিরা।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এমএইচ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :