ভাড়া করা বিমানে করে ভারতে গেলেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৩, ১৫:২৩
অ- অ+

আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের টেস্ট ম্যাচ এখনও বাকি। এর মাঝেই আইপিএল খেলার উদ্দেশ্যে ভাড়া করা বিমানে ভারতে গেলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আজ রাতেই লখনো সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে তার দল দিল্লি ক্যাপিটালস। মোস্তাফিজ একাদশে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন মোস্তাফিজ। সেখানে তিনি লেখেন, ‘আইপিএল-২০২৩ এ খেলার জন্য রওয়ানা হলাম। দিল্লি ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে আর তর সইছে না।’

দিল্লি ক্যাপিটালসের অন্য দুই পেসার হলেন- এনরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিদি। নেদারল্যান্ডসের বিপক্ষে দেশের হয়ে ওয়ানডে সিরিজ নিয়ে ব্যস্ত রয়েছেন তারা। সিরিজটি সুপার লিগের অংশ হওয়ায় গুরুত্ব সহকারে নিচ্ছে প্রোটিয়ারা। তাই নিজেদের শুরু ম্যাচগুলোতে থাকছেন না নরকিয়া ও এনগিদি। এজন্যই চাটার্ড বিমানে করে দ্রুতই ভারতে গেলেন মোস্তাফিজ।

(ঢাকাটাইমস/০১এপ্রিল/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম
রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন 
পালিয়ে রক্ষা পেল না আ.লীগ নেতা, ধরল আলফাডাঙ্গা থানা পুলিশ
আমরা ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা