প্রথম জয় পেল মোহামেডান

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৩, ১৯:৪৫
অ- অ+

টানা পাঁচ ম্যাচ হারের পর ষষ্ঠ ম্যাচে এসে জয়ের দেখা পেল মোহামেডান স্পোটিং ক্লাব। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯০ রান তুলে মোহামেডান। জবাবে খেলতে নেমে ২৬৮ রানে থামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

নিজেদের ষষ্ঠ ম্যাচে মোহামেডান ২২ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। প্রথম পাঁচ ম্যাচ জয়ের পর অবশেষে হারলো শেখ জামাল। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে শেখ জামাল। সমানসংখ্যক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে মোহামেডান।

সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে বোলিং করতে নামে শেখ জামাল। ব্যাট হাতে মোহামেডানকে ৭৯ রানের সূচনা এনে দেন অধিনায়ক ইমরুল কায়েস ও রনি তালুকদার। রনি ৩২ রানে থামলেও ১০১ বলে ৮৬ রান করেন ইমরুল। মিডল অর্ডারে মাহমুদুল্লাহ রিয়াদ ৪৮ ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ২২ রান করেন। আর ৩১ বলে অপরাজিত ৩৯ রান করেন আরিফুল। তাতেই ৭ উইকেটে ২৯০ রান করে মোহামেডান।

২৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬৮ রানে গুটিয়ে যায় শেখ জামাল।

(ঢাকাটাইমস/০১মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
দেশে এক দিনে বজ্রপাতে শিশুসহ ১০ মৃত্যু
জুলাই শহীদকন্যা ধর্ষণ মামলায় পলাতক সেই কিশোর গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা