ডর্টমুন্ডকে হারিয়েই শীর্ষে উঠল বায়ার্ন

জার্মান বুন্দেসলিগায় শনিবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-২ গোল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। বায়ার্নের পক্ষে থমাস মুলার দুটি ও কিংসলে কোম্যান একটি গোল করেন। অন্যটি আত্মঘাতী। অন্যদিকে বরুশিয়ার গোল দুটি করেন এমরে কেন ডোনেল মালেন।
অ্যালিয়ানেজ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে বল বখলে প্রায় সমানতালেই খেলেছে দুদল। কিন্তু আক্রমণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বায়ার্ন মিউনিখ। পুরো ম্যচের ৪৮ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে স্বাগতিক দলের ফুটবলাররা। আর প্রতিপক্ষে গোলবার বরাবর মোট শট নিয়েছে।
এদিকে পুরো ম্যাচে ৫২ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখে ঠিকই কিন্তু আক্রমণে ধার ছিল না সফররত বরুশিয়া ডর্টমুন্ডের ফুটবলারদের। পুরো ম্যাচে বায়ার্ন মিউনিখের গোলবারে শট নিতে পেরেছে মাত্র চারবার। গোল পেয়েছে দুটি।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচের ১৩তম মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় বায়ার্ন। এরপর ১৮তম ও ২৩তম মিনিটে দুটি গোল করে ব্যবধান তিনগুণ করেন থমাস মুলার। দ্বিতীয়ার্ধের শুরুতে কিংসলে কোম্যানের করা গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে জয় প্রায় নিশ্চিত করে ফেলে টমাস টুখেলের শিষ্যরা।
এদিকে বড় ব্যবধানে পিছিয়ে থাকা বরুশিয়া ম্যাচের শেষদিকে দুটি গোল পায়। তাতে হার ঠেকানো সম্ভব হয়নি। ৪-২ ব্যবধান জয় পেয়ে যায় বায়ার্ন মিউনিখ।
এ জয়ের ফলে ডর্টমুন্ডকে টপকে টেবিলের এক নম্বরে উঠে এসেছে বায়ার্ন। ২৬ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বরুশিয়া। এদিকে তিন নম্বরে অবস্থান ইউনিয়ন বার্লিন। তাদের সংগ্রহ ৫১ পয়েন্ট। আর ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে ফ্রেইবার্গ।
(ঢাকাটাইমস/০২এপ্রিল/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

বিবিসির প্রতিবেদন: বার্সা-আল হিলাল নয়, ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি

আরব আমিরাতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়

তায়কোয়ান্দো বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় কিয়ানির

রশিদ খানকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা আফগানিস্তানের

পরবর্তী কোচ হিসেবে এখনো আনচেলত্তির ব্যাপারে আশাবাদী ব্রাজিল

সৌদি আরবেই যাচ্ছেন বেনজেমা!

কিংয়ের সেঞ্চুরিতে সহজ জয় উইন্ডিজের

শেষ ম্যাচ জিতে শিরোপা উৎসব নাপোলির

বিদায়ী ম্যাচে বেনজেমার গোল, বিলবাওয়ের সঙ্গে রিয়ালের ড্র
