জমি নিয়ে বিরোধ: যুবলীগ নেতার পরামর্শে আগুন দিল বিএনপি নেতা

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৩, ১৬:২৯
অ- অ+

ঠাকুরগাঁওয়ে এক গরীব পরিবারের সাথে জমি নিয়ে বিরোধে যুক্ত বিএনপি নেতা আব্দুল সাত্তার। দাবিকৃত জমির ওপর থাকা বাড়ির অংশ উচ্ছেদ করতে, সেখানে আগুন জ্বালিয়ে দেন তিনি। আর এই আগুন দেয়ার নির্দেশ দিয়েছে ছাত্তারের চাচাতো ভাই, ঠাকুরগাঁও জেলা যুবোলীগের সহ-সভাপতি শহিদ বাবু এমন অভিযোগ পাওয়া গেছে।

বুধবার বিকালে ঠাকুরগাঁও সদরের জগন্নাথপুর হাজিপাড়ায় এই ঘটনাটি ঘটেছে।

ভুক্তভোগী খাদেমুল ইসলাম ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতরা দীর্ঘদিন যাবত উক্ত এলাকায় পাশাপাশি বসবাস করছেন। এ বিষয়ে ঘটনার দিন সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন খাদেমুল ইসলাম।

জানা গেছে, সদর উপজেলা জগন্নাথপুর হাজীপাড়া ক্রয়কৃত ১২ শতক জমিতে বসবাস করেন খাদেমুল। তবে পিতার বিক্রয় করা সেই জমির টাকা ফিরিয়ে দিতে চান বাবু ও সাত্তার। প্রস্তাবে রাজি না হলে বিবাদের সূত্রপাত হয় দুই পক্ষের মাঝে।

এই বিষয়ে তদন্তের কাজে নামেন সদর থানার ওসি কামাল হোসেন। এক পর্যায়ে মীমাংসার জন্যে দুইপক্ষকে নিয়ে বসার ব্যবস্থা হয়। তবে ৪ এপ্রিল জমির মীমাংসার জন্য সদর থানায় উভয়পক্ষ বসলে নিজেকে যুবলীগের নেতা দাবি করে পুলিশের সামনেই ভুক্তভোগী খাদেমুলকে মারধর করেন শহীদ বাবু। সেই বৈঠকে বিষয়টি মীমাংসা না হওয়ায় পরদিন ৫ এপ্রিল বিকাল বেলা উচ্ছেদ অভিযানের নামে আগুন জ্বালিয়ে দেয়া হয় খাদেমুলের বাসায়।

প্রত্যক্ষদর্শী কুদ্দুস আলী জানান, সকলে জানে সাত্তারের পিতার কাছে জমিটি ক্রয় করে বসবাস করছে খাদেমুল। তবে আজ হঠাৎ দেখলাম ছাত্তার এসে ভাংচুর করে আগুন লাগিয়ে দিচ্ছে। এরকম বর্বরতা আমার জীবনে আর চোখে পড়েনি।

এই বিষয়ে ভুক্তভোগী খাদেমুল বলেন, মাঝে মাঝেই বাবু ও সাত্তার এসে আমাদের হুমকি দেয়, মারধর করে। তবে কোথাও গিয়ে আমি এর সঠিক সুরাহা পাচ্ছি না। আজ আগুন লাগিয়ে দিয়েছে। অনেক মেরেছে। সবাই জানে কষ্টের টাকায় অনেক আগেই এই জমি আমি ক্রয় করেছি। এখন তারা টাকা ফেরত দিয়ে জমি নিয়ে নিতে চাইছে। আমি কেনো নিজের কেনা জমি ফেরত দিবো।

ঘটনার বিষয়ে জানতে সাত্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এই বিষয়ে অভিযুক্ত জেলা যুবলীগের সহ-সভাপতি শহীদ বাবু বলেন, খাদেমুল অনেক সাংঘাতিক লোক। জবর দখল করে সেখানে থাকছে। আগুন জ্বালানোর সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। তাই এই বিষয়ে কিছু বলতে পারবো না।

ঠাকুরগাঁও জেলা যুবোলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল বলেন, কোনো ব্যক্তির কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না। এই ঘটনায় আমার দলীয় কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যথাযোগ্য ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার বিষয়টি জানতে কথাহয় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, বিষয়টি আমরা জেনেছি। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা