আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প সিলেটে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৩, ১৯:৩৯

ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজের পর এবার ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে দল ঘোষণাও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। আজ জানা গেল আরও একটি তথ্য। কন্ডিশন বিবেচনা করে আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প করা হবে সিলেটে।

সোমবার সাংবাদিকদের সামনে জালাল ইউনুস জানান, ‘সিলেটে একটি সংক্ষিপ্ত ক্যাম্প করবো আমরা। সফরের আগে সম্ভবত দুই বা তিন দিনের অনুশীলন সেশন হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে যেখানে সিরিজ খেলবো চেমসফোর্ডের উইকেট ও কন্ডিশন বিবেচনা করে সিলেটকে অনুশীলন মাঠ হিসেবে বেছে নিয়েছেন দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সিলেটে অনুশীলন সুবিধা এবং উইকেট সত্যিই ভালো ছিল।’

উল্লেখ্য, বাংলাদেশ-আয়ারল্যান্ড মধ্যকার ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ৯মে। দুদিন পর ১২মে দ্বিতীয় ও ১৪ তৃতীয় ওয়ানডেতে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে দুদল।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :