জনতা ব্যাংকের সৌজন্যে মৌলভীবাজারে খাদ্য সামগ্রী বিতরণ

জনতা ব্যাংকের সৌজন্যে মৌলভীবাজারে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিনভাগ, রতুলী, গাংকুলের সুবিধা বঞ্চিত অসহায়, দরিদ্র মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী ভার্চুয়ালী সংযুক্ত হয়ে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়াদুদ উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় প্রায় ৩ শতাধিক গরীব ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/১১এপ্রিল/এমএইচ)

মন্তব্য করুন