মানিকগঞ্জ সদরে হেরোইনসহ গ্রেপ্তার ২

মানিকগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার পৌরসভার দাশড়া এলাকার মো. আবিদ খান ও মালঞ্চ গ্রামের মো. চঞ্চল মাহমুদ।
পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার মানিকগঞ্জের সদর উপজেলায় পৌরসভার চর হিজুলী এলাকার আমবালা কোল্ডস্টোরের সামনে থেকে হেরোইনসহ তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।’
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। তারা জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রি করে আসছিলো। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
(ঢাকাটাইমস/১৩এপ্রিল/এআর)

মন্তব্য করুন