সালথায় ট্রলি থেকে ইট নামাতে গিয়ে প্রাণ গেল কিশোর শ্রমিকের

ফরিদপুরের সালথায় ট্রলি গাড়ি থেকে ইট নামাতে গিয়ে মো. বিল্লাল মিয়া নামে ১৫ বছর বয়সী এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংপ্রতাব এলাকায় গাড়ি থেকে ইট নামানোর সময় তার মৃত্যু হয়। নিহত বিল্লাল পার্শ্ববর্তী রামকান্তুপুর ইউনিয়নের রামকান্তুপুর গ্রামের মৃত মানু মিয়ার ছেলে। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগলপ্রায় বিল্লালের মা।
রামকান্তপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মো. নাসির তালুকদার জানান, মাত্র ছয় বছর বয়সে বাবাকে হারায় মো. বিল্লাল ও তার ছোট দুই বোন। বাবার মৃত্যুর পর তাদের মা ফতে বেগম ভিক্ষা করে সংসার চালাতে থাকেন। পাশাপাশি বিল্লালও কখনো মাঠে আবার কখনো ইটের ভাটায় শ্রমিকের কাজ করে সংসারের খরচ কিছুটা জোগান দিতো। কিশোর বিল্লালের স্বপ্ন ছিল ছোট দুই বোনকে বিয়ে দেওয়ার আগে তার মাকে ভিক্ষাবৃত্তির পেশা থেকে ফিরিয়ে আনবে। তবে বিল্লালের সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তার মর্মান্তিক মৃত্যু হলো। এতদিন মা-ছেলে মিলে সংসারটা ভালোই চালিয়ে আসছে। এখন কীভাবে চলবে, তার মেয়ে দুটির কী হবে। সেই চিন্তায় বারবার কেঁদে উঠছে তার মা।
বিল্লালের মা ফতে বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলের স্বপ্ন ছিল বড় হয়ে অনেক টাকা কামাই করবে। তারপর দুই বোনকে বিয়ে দেওয়ার আগে আমাকে ভিক্ষা করা থেকে ফেরাবে। কিন্তু তার আগেই তো চলে গেল। এখন আমাগো কী হবে? ওকে নিয়ে তো আমাগো অনেক আশা-ভরশা ছিল। আমরা ওকে ছাড়া কিভাবে বাঁচব।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ছেলেটি ট্রলির গাড়ির হেটপার ছিল। ইট নামানোর সময় ওই গাড়ি উল্টে তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯এপ্রিল/এআর)

মন্তব্য করুন