রাণীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, আহত ৪

নওগাঁর রাণীনগর উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের হাতিরপুল ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার কাটরাশইন দিঘিরপাড়া গ্রামের মাসুদ রানা (৪৫) ও তার ছেলে সোহান (২২) এবং এনায়েতপুর মঙ্গলপাড়া গ্রামের সোহাগ আলীর ছেলে সম্রাট (১৮) ও মহসিন আলীর ছেলে আলম বাবু (৩৬)।
এ সময় স্থানীয় লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। হাসপাতালে তাদের চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। দুই মোটরসাইকেলে থাকা চারজন আহত হয়েছে।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

মন্তব্য করুন