নোয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীর চাটখিল পৌর এলাকায় পানিতে ডুবে ইয়ামিন হামজা নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চাটখিল পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভীমপুর গ্রামের মৃত মতিন কারিগরের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত ইয়ামিন ওই বাড়ির মানিক হোসেনের ছেলে।
শিশুটির বাবা মানিক হোসেন জানান, আমরা সবাই ঘরে ছিলাম। ইয়ামিনের মা যখন রান্না ও মেহমানদের আপ্যায়নে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে সকলের অজান্তে পার্শ্ববর্তী ডোবায় পড়ে ডুবে যায় সে। তার মা ঘন্টাখানেকের মধ্যে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি এবং পার্শ্ববর্তী ডোবায় ভাসমান অবস্থায় তাকে দেখতে পাই। তাকে তুলে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তিথি আজিজ তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এ বিষয়ে আমরা খবর পেয়েছি। তার পরিবারের সদস্যরা মৃতদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরাসরি বাড়িতে নিয়ে গেছে।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

মন্তব্য করুন