সাতক্ষীরায় বজ্রপাতে যুবকের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৩, ২১:০৫

সাতক্ষীরায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের ঘরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ঘরচালা গ্রামের মোখলেছুর রহমান ভুট্টোর পুত্র সুমন হোসেন (২৮)।
স্থানীয়রা জানান, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে বাড়িতে কেউ না থাকার কারণে উঠানে থাকা জ্বালানি কাঠ ঘরে তুলতে ছিলেন সুমন হোসেন, এমন সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বল্লী ইউপি চেয়ারম্যান মহিতুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমন হোসেন অত্যন্ত মেধাবী ছিলেন।
(ঢাকাটাইমস/২৪এপ্রিল/এলএ)

মন্তব্য করুন