চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় নারীর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৬:০৫ | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৩, ১৫:৪৯

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের মা ও শিশু হাসপাতালের বিপরীত এলাকায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৫০) বয়সী নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরে প্রবেশের সময় চাঁদপুর-লাকসাম রেলপথের কিলো (১৭৭) ৮/৯ মাঝমাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মরিয়ম বেগম, রকিবুল হাসান ও আলী হোসেন জানান, অজ্ঞাত পরিচয় ওই নারী বেশ কিছুদিন ঘটনাস্থল এলাকায় ঘুরাফেরা করতে দেখা গেছে। রেললাইনের পাশেই থাকত। অনেকেই মানসিক রোগী মনে করেছেন তাকে। ট্রেনে কাটা পড়লে রেলওয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার জানান, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ওই নারীর বয়স আনুমানিক ৫০ হবে। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ে জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :