ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৩, ১২:১৬
অ- অ+

ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. ইসমাইল হোসেন টিটু (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ফেনী-সোনাইমুড়ি আঞ্চলিক সড়কের ফেনী সদর উপজেলার রতনপুর বিদ্যালয়ের সামনে শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল নোয়াখালীর সেনবাগ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে । তিনি স্থানীয় গাজীরহাট বাজারের মুদি মালের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে ফেনী শহর থেকে নিজ দোকানের জন্য মালামাল কিনে সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলে করে সেনবাগের গাজীরহাট বাজারের দিকে যাচ্ছিলেন ইসমাইল। ফেনী-সোনাইমুড়ি সড়কের ফেনী সদর উপজেলার রতনপুর বিদ্যালয় এলাকায় পৌঁছালে সিএনজিচালিত একটি অটোরিকশাকে পার হওয়ার সুযোগ দিতে গিয়ে সড়কের পাশে বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা লাগে ইসমাইলের। স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, অন্য কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকায় নিহত ওই ব্যক্তির বাবা ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের আবেদন করেছেন। সে জন্য রাতেই পরিবারের সদস্যদের লাশ হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য
পরমাণু যুদ্ধের হুমকি সহ্য করবে না ভারত: মোদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা