দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফের লঞ্চ চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৩, ১২:৫৩
অ- অ+

বৈরি আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৪ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ থাকার পর ফের চলাচল শুরু হয়েছে।

রবিবার সকাল ৬টা থেকে আবহাওয়া ভালো হওয়ায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নূরুল আনোয়ার মিলন।

এর আগে শনিবার বিকাল ৪টার দিকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নূরুল আনোয়ার মিলন জানান, বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় লঞ্চ চলাচল ঝুকিপূর্ণ হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে শনিবার বিকাল থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। আবহাওয়া ভালো হওয়ায় আজ রবিবার সকাল সোয়া ৬টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে ঘাটে যাত্রী বা যানবাহনের কোনো চাপ নেই।

এদিকে শনিবার লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়ছেন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপক্ষের সংঘর্ষ, পুলিশের এসি-ওসিসহ আহত ১০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা