দেশেই খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ মে ২০২৩, ১৮:০৩ | প্রকাশিত : ০১ মে ২০২৩, ১৮:০০

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে বাংলাদেশেই চিকিৎসা নিতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বলেন, ‘বিএনপির আন্দোলন করার জন্য খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর সহানুভূতি থেকেই তাকে ছাড় দেওয়া হয়েছে।’

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপে সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া বর্তমানে সুস্থ আছেন। নিয়মিত স্বাস্থ্য চেকআপ করাতে তিনি হাসপাতালে গেছেন। মূলত প্রধানমন্ত্রীর সহানুভূতি থেকেই তাকে ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশেই খালেদা জিয়াকে চিকিৎসা নিতে হবে। তার বিদেশে যাবার বিষয় বিবেচনার কোনও আইন নেই। তাই কোনও বিবেচনা করা হবে না।

আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ বলে জানিয়ে আইনমন্ত্রী বলেন, দেশে সামরিক সরকার নির্বাচন করতে পারবেন না বলেই তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ করা হয়েছিল। এছাড়া আদালত রায় দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। আগামী জাটিয় নির্বাচনে নির্বাচন কমিশন যেদিন সময় দেবে সেই দিনই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এইচএম সারওয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল ভূঁইয়া কাওসার জীবন, উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তার, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।

(ঢাকাটাইমস/০১মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

হাসপাতালে বিএনপি নেতা সাবুকে দেখতে গেলেন মির্জা ফখরুল

ওবায়দুল কাদের ঘুমের মধ্যেও তারেক-বিএনপি জপতে থাকেন: সালাম

উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ‘ডেথ ভ্যালি’: রিজভী

স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র গেলেন আমীর খসরু

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী আব্দুস সামাদের সমাধিতে আ.লীগের  শ্রদ্ধা

অসুস্থ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যুবদল নেতা মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আইন উপসম্পাদক হলেন জার্জিস বিন এরতেজা

রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের সুপেয় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

ওলামা দলের ৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :