এক মৌসুম পর আবারও প্রিমিয়ার লিগে ফিরল হামজার লেস্টার সিটি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৪, ১৩:৫১

এক মৌসুম পর আবারও ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতা প্রিমিয়ার লিগে ফিরল হামজা চৌধুরীর দল লেস্টার সিটি। ইএফএল চ্যাম্পিয়নশিপে শিরোপা দখলের পথে কেবল এক পা দূরে তারা। গত ম্যাচে সাউথাম্পটনকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের কাজটা সহজ করে রেখেছিল লেস্টার সিটি। এবার কুইন্স পার্ক রেঞ্জার্সের হারে সুখবর পেল লেস্টার। ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া দলটা আবার ফিরেছে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে।

শুক্রবার (২৬ এপ্রিল) রাতে কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে লিডস ইউনাইটেড। তাদের এ হারে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে ২০২২-২৩ মৌসুমের পর আবারও ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতায় ফেরার সুযোগ পেল লেস্টার। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে জায়গা নিশ্চিত করে নিয়েছে তারা।

ইএফএল চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে শীর্ষে আছে লেস্টার। ৪৪ ম্যাচে তাদের পয়েন্ট ৯৪। দুইয়ে থাকা লিডসের পয়েন্ট ৪৫ ম্যাচে ৯০। তাদের বাকি কেবল একটি ম্যাচ। এই এক ম্যাচে লিডসের পক্ষে লেস্টারকে টপকানো সম্ভব নয়। অন্যদিকে তিনে থাকা ইপসউইচের পয়েন্ট ৪৩ ম্যাচে ৮৯। তিন ম্যাচে পয়েন্ট টেবিলে একমাত্র তাদের সামনে সুযোগ আছে পরের তিন ম্যাচে লেস্টারকে টপকে যাওয়ার। তবে এরপরও লেস্টারকে দুইয়ের নিচে নামানো সম্ভব নয়, ফলে শীর্ষ দুইয়ে থেকে লেস্টারের প্রিমিয়ার লিগে ফেরা এখন নিশ্চিত।

নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি প্রিমিয়ার লিগ নিশ্চিত করে। আর তিন থেকে ছয়ে থাকা দলগুলোকে খেলতে হয় প্লে–অফ টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, তৃতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ পাবে।

এদিকে পরের ম্যাচে প্রেস্টনকে হারালেই ইএফএল চ্যাম্পিয়নশিপে শিরোপা নিশ্চিত করে নেবে লেস্টার। প্রিমিয়ার লিগের ২০২২-২৩ মৌসুমে ২০ দলের মধ্যে ১৮তম হয়ে অবনমন হয়েছিল দলটির। অথচ ২০১৫-১৬ মৌসুমে রূপকথার গল্প লিগে এ দলটাই কিনা আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ইউনাইটেডের মতো জায়ান্টদের পেছনে ফেলে প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছিল। ২০২০-২১ মৌসুমের ফাইনালে চেলসিকে হারিয়ে তারা জিতেছিল এফএ কাপের শিরোপাও।

সবকিছু ছাপিয়ে লেস্টারের প্রিমিয়ার লিগে ফেরা বাংলাদেশি ফুটবল সমর্থকদের জন্যেও আনন্দের। কারণ ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীও যে এ ক্লাবটিতে খেলেন। দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারেন ২৬ বছর বয়সী এ মিডফিল্ডার।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :