কেন্দুয়ায় ছাগল চড়ানো নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১৫

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ মে ২০২৩, ২০:২৪

নেত্রকোনার কেন্দুয়ায় পরিত্যক্ত ভূমিতে ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

তাদের মধ্যে আহত রুবেল (৩২), অলিদ হাসান (৩০), আবেছাবেগম (৬৫), রনি (২৫), রফিক (২৮), শিপন (২৮), সুলেমান (৩৫), দিলু মিয়া (৩৮), উজ্জ্বল (৩০), মোজাম্মেল (২৩) এবং সুমনকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক নুরজাহান পারভীন লিজা মারাত্মক আহত রুবেল, অলিদ হাসান, রনি, রফিক, শিপন এবং উজ্জলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আছাড়া আহত অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার (১ মে)দুপুরে উপজেলার ১৩ নং মোজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে।

বিভিন্ন সূত্রে জানা গেছে হারুলিয়া গ্রামের ডিএসপি বাড়ি নামে খ্যাত নাজমা আক্তারদের পতিত ভূমিতে একই গ্রামের রহমত উল্লাহর একটি ছাগল ঘাস খাওয়ানো জন্য চড়ানো হয়। এতে আতর আলীরা নিষেধ করলে রহমত উল্লাহ ও আতর আলীদের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। একপর্যায়ে গ্রামের উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ ১৫/১৬ জন আহত হন।

মোজাফফরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির আলম ভূঞা হারুলিয়া গ্রামের সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন (পিপিএম) জানান, হারুলিয়া গ্রামের দুইপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/১মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :