দেশ, জাতি ও দলের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে: সুজিত রায় নন্দী

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ মে ২০২৩, ১০:১৫
অ- অ+

মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১ মে) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পূর্বক জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এ সময় তিনি বলেন, ১৮৮৬ সালে শ্রমিকদের কর্মঘণ্টার আন্দোলন করতে গিয়ে বহু শ্রমিক প্রাণ হারিয়েছেন।

১৯৭২ সালে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃতেত্বে বাংলাদেশ আইএলও সনদে স্বাক্ষর করে। শ্রমিকের ন্যায্য অধিকার ও বেতন ভাতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের শ্লোগান মালিক শ্রমিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি। শেখ হাসিনা আজকে গার্মেন্ট শ্রমিকেদের মজুরি নির্ধারণ করে দেওয়ায় গার্মেন্ট শ্রমিকরা তাদের ন্যায্য বেতন ভাতা পাচ্ছেন।

তিনি আরও বলেন, অনেক অপশক্তি দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে। দেশ, জাতি ও দলের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন কমিশনের মাধ্যমেই আগামীর নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। নির্বাচনের প্রশ্নে আওয়ামী লীগকে এক ও অভিন্ন থাকতে হবে। যারা নিজ স্বার্থে দল করে তাদের আমাদের পরিহার করতে হবে। শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর প্রশ্নেও আমাদের এক ও অভিন্ন থাকতে হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিস আহমেদ, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

জাতীয় শ্রসিম লীগ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামের পরিচালনা আরও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহিরুর ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুৃল ইসলাম ভূঁইয়া, সদস্য অ্যাডভোকেট বদিউজ্জামান কিরন, পৌর আওয়ামী লীগ নেতা মঞ্জুরল ইসলাম মাঝি, সাবেক আইন বিষয়ক সম্পাদক দেবাশীষ কর মধু, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, সাংগনিক সম্পাদক সিরাজ গাজী, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের;সাধারণ সম্পাদক ইব্রাহিম, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ওহিদুর টিপু প্রমূখ।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার সাধারণ সম্প্দক ওহিদুর ইসলাম (ওহিদ)। অনুষ্ঠানে রেলওয়ে, বিদ্যুৎ, পানি উন্নয়ন বোর্ড, রিক্সা, শ্রমিক লীগসহ ও অঙ্গসহযোগী সয়গঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু
গাইবান্ধায় আ.লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা