সোনামসজিদ সীমান্তে পাঁচ কেজি হেরোইনসহ মোটরসাইকেল জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ মে ২০২৩, ১০:২৯

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে পাঁচ কেজি হেরোইনসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার রাত ৮টার দিকে সোনামসজিদ সীমান্তের তাহাখানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও মোটরসাইকেল জব্দ করা হয়।

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে সোনামসজিদ সীমান্তের তাহাখানা এলাকায় অভিযান চালানো হয়। এসময় দুজন মোটরসাইকেল আরোহীকে দেখে সন্দেহে হলে তাদের চ্যালেঞ্জ করলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে থাকা একটি বস্তা তল্লাশি করে পাঁচ কেজি হেরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

বিজিবি অধিনায়ক জানান, এসময় কাউকে আটক করা যায়নি। পরে মোটরসাইকেলটি জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/৪মে/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :