আজ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে যাত্রী পারাপার চালু আছে।
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন জানান, বুদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকার কারণে দুদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে শনিবার থেকে বাণিজ্য কার্যক্রম পুনরায় চালু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল ইসলাম জানান, বুদ্ধ পূর্ণিমায় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
(ঢাকাটাইমস/৪মে/এসএম)

মন্তব্য করুন