চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

জামালপুরের সরিষাবাড়ীতে চুরির অপবাদে ১৬ বছরের এক কিশোরকে ডেকে নিয়ে গাছে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকায় জামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকার জামাল উদ্দিনের বাড়ি থেকে গত সোমবার রাতে একটি মুঠোফোন ও ৩ হাজার ২০০ টাকা চুরি হয়। চুরি হওয়া মোবাইলটি জামাল উদ্দিনের পাশের বাড়ি হাসু মিয়ার কাছে গত বুধবার ২ শত টাকায় বিক্রি করে এক কিশোর।
এ খবর পেয়ে ওই কিশোরকে খোঁজে বের করে বাড়িতে নিয়ে আসেন জামাল উদ্দিন। পরে তাকে মেহগনি গাছের সঙ্গে রশি দিয়ে হাত-কোমর বেধে রাখে মাথার চুল কেটে মারধর করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে নির্যাতন।
জামাল উদ্দিন বলেন, গত সোমবার রাতে আমার একটি বাটন মোবাইল ও ৩ হাজার দুই শত টাকা বাসা থেকে চুরি হয়। চুরি হওয়া বাটন মোবাইলটি পাশের বাড়ি হাসু মিয়ার কাছে ২ শত টাকায় বিক্রি করে ওই কিশোর। পরে তাকে খুঁজে বের করে বাড়িতে নিয়ে আসি। আবেগবশত এলাকার লোকজন তাকে গাছের সঙ্গে বেধে রাখে মাথার চুল কেটে দেয়।
আরও পড়ুন: শূন্য হাতে ফিরছেন জেলেরা, মিলছে না ইলিশ
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় থানার এস আই মাহমুদুল হাসানসহ পুলিশ সদস্য পাঠানো হয়েছিল। চুরির ঘটনায় কারো কোনও অভিযোগ না থাকায় ওই কিশোর আকাশকে ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/৫মে/এসএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, নিষেধাজ্ঞা দিয়ে কোনো ফল হবে না: হানিফ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে: এনামুল হক শামীম

রাঙ্গাবালীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজবাড়ীতে শিশু হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের হরিণাকুণ্ডু পৌরমেয়রের সংর্বধনা

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সদরপুরে পদ্মার ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ, স্থায়ীভাবে ভাঙন রোধের দাবি

জনবল ও সরঞ্জাম সংকটে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
