চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২৩, ১১:২৩
অ- অ+

জামালপুরের সরিষাবাড়ীতে চুরির অপবাদে ১৬ বছরের এক কিশোরকে ডেকে নিয়ে গাছে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকায় জামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া উদয়ন মোড় এলাকার জামাল উদ্দিনের বাড়ি থেকে গত সোমবার রাতে একটি মুঠোফোন ও ৩ হাজার ২০০ টাকা চুরি হয়। চুরি হওয়া মোবাইলটি জামাল উদ্দিনের পাশের বাড়ি হাসু মিয়ার কাছে গত বুধবার ২ শত টাকায় বিক্রি করে এক কিশোর।

এ খবর পেয়ে ওই কিশোরকে খোঁজে বের করে বাড়িতে নিয়ে আসেন জামাল উদ্দিন। পরে তাকে মেহগনি গাছের সঙ্গে রশি দিয়ে হাত-কোমর বেধে রাখে মাথার চুল কেটে মারধর করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে নির্যাতন।

জামাল উদ্দিন বলেন, গত সোমবার রাতে আমার একটি বাটন মোবাইল ও ৩ হাজার দুই শত টাকা বাসা থেকে চুরি হয়। চুরি হওয়া বাটন মোবাইলটি পাশের বাড়ি হাসু মিয়ার কাছে ২ শত টাকায় বিক্রি করে ওই কিশোর। পরে তাকে খুঁজে বের করে বাড়িতে নিয়ে আসি। আবেগবশত এলাকার লোকজন তাকে গাছের সঙ্গে বেধে রাখে মাথার চুল কেটে দেয়।

আরও পড়ুন: শূন্য হাতে ফিরছেন জেলেরা, মিলছে না ইলিশ

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, এ ঘটনায় থানার এস আই মাহমুদুল হাসানসহ পুলিশ সদস্য পাঠানো হয়েছিল। চুরির ঘটনায় কারো কোনও অভিযোগ না থাকায় ওই কিশোর আকাশকে ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৫মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশু উদ্ধার
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল ইসি
ঝিকরগাছায় পুকুরে ডুবে শিশুর মৃত্য
পরমাণু যুদ্ধের হুমকি ভারত সহ্য করবে না: মোদি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা