ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে বিলের জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি বিল ইজারা নিয়ে জমির মাটি কাটার অভিযোগে মাসুদ হায়দার (৪৫) নামে একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন এ কারাদণ্ড দেন।
সাজাপ্রপ্ত মাসুদ হায়দায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের আহরন্দ গ্রামের প্রয়াত আবু নাসেরের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন বলেন, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের উজানিসার এলাকায় সরকারি চামাউড়া বিল (জলাশয়) মাছ চাষের জন্যে জোনাকি মৎসজীবি সমিতির নামে ইজারা প্রদান করে প্রশাসন। শুকনো মৌসুমে এই বিলের জমিতে কৃষি কাজ করা হয়। কিন্তু সমিতির সভাপতি মাসুদ হায়দার বিলের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রি করে আসছিল। খবর পেয়ে দুপুরে মাটি উত্তোলনের সময় মাসুদ হায়দারকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া মাটি কাটারযন্ত্র (ভেকু) জব্দ করা হয়।
আরও পড়ুন: বাগেরহাটে চাচাতো বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করে খুন হলেন ভাই
এর আগেও গত ২৬ মার্চ একই অপরাধে তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/০৬মে/এসএম)

মন্তব্য করুন