কুষ্টিয়ার কুমারখালীতে আরও ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২৩, ১৫:৩৩
অ- অ+

কুষ্টিয়ার কুমারখালী পৌর ছাত্রলীগের তিন নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়।

রবিবার সকালে পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি প্রাপ্তরা হলেন, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দত্ত, প্রচার সম্পাদক রুদ্র মালাকার ও উপ-দপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়।

এর আগে গত মঙ্গলবার ও বৃহস্পতিবার সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের আরও তিনজন নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। তারা হলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. ইমরান হোসেন ও ফরহাদ হোসেন পাপ্পু এবং সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুজ্জামান পাপন।

কুমারখালী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন পলাশ বলেন, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। স্থায়ী অব্যাহতির জন্য জেলা ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা