যেকারণে ১৮ নম্বর জার্সি গায়ে জড়িয়েছেন কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৯ মে ২০২৩, ২০:৩৯ | প্রকাশিত : ১৯ মে ২০২৩, ২০:৩৮

ক্যারিয়ার জীবনে সব ক্রিকেটারদেরই একটি করে পছন্দের জার্সি নম্বর থাকে। ভারতীয় টপঅর্ডার ব্যাটার বিরাট কোহলিও ব্যতিক্রম নয়। ক্যারিয়ারের শুরু থেকেই পড়েন ১৮ নম্বর জার্সি। এতদিন জার্সি নম্বর ১৮ হওয়ার কারণে না জানালেও এবার রহস্য উন্মোচন করলেন তিনি।

মূলত দুটি কারণে জার্সি নম্বর পছন্দ করেছেন বিরাট কোহলি। প্রথমত ভারতের হয়ে অভিষেক হয়েছিলো ২০০৮ সালের ১৮ আগস্ট। আর দ্বিতীয় কারণটি তার বাবার মৃত্যু। ২০০৬ সালের ১৮ ডিসেম্বর না ফেরার দেশের বিদায় নেন কোহলির বাবা।

কোহলি বলেন, ‘২০০৮ সালের ১৮ আগস্ট ভারতের হয়ে আমার অভিষেক হয়েছিল। তার ঠিক দু’বছর আগে ২০০৬ সালের ১৮ ডিসেম্বর আমার বাবা মারা গিয়েছিল। আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দুইটি ঘটনাই ১৮ তারিখ ঘটেছিল। তাই এই ১৮ নম্বর পছন্দ করেছি।’

(ঢাকাটাইমস/১৯মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :