নেত্রকোনায় যুবকের আত্মহত্যা

মদন (নেত্রকোনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৩, ০৯:৫৫
অ- অ+

নেত্রকোনার মদনে গলায় ফাঁস দিয়ে এরশাদ মিয়া (৩৩) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি উপজেলার পৌর সদরের মনোহরপুর সরকারবাড়ি গ্রামের সুরুজ্জামান মিয়ার ছেলে।

শনিবার সকাল ৯টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

জানা যায়, এরশাদ মিয়া বলগেট নৌকা দিয়ে বালু ব্যবসা ও কৃষি কাজ করতেন। গত কয়েক বছর আগে আর্থিক সচ্ছলতার জন্য মালয়েশিয়া যান। সেখান থেকে এসে তিনি বিয়ে করে সংসার শুরু করেন। গ্রামে শুরু করেন বালুর ব্যবসা। এর মধ্যে ৬-৭ বছর আগে এরশাদের স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ডিভোর্স হয়। এরপর থেকেই তার ভাইদের সঙ্গে বলগেট নৌকা দিয়ে বালু ব্যবসা করে আসছিলেন এরশাদ।

শনিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের দোকানে যান। সেখান থেকে প্রতিবেশীদের সঙ্গে আলাপ আলোচনা করে নিজ বাড়িতে চলে যান। বাড়ি গিয়ে মায়ের কাছে সকালের খাবার চান। তার মা রান্না হয়নি জানালে তিনি নিজ ঘরে চলে যান। পরে রান্না হওয়ার পর খাবার খাওয়ার জন্য এরশাদের ভাবি ঘরের বাইর থেকে তাকে ডাক দেন। কোনও সাড়া না পেয়ে ঘরে গিয়ে এরশাদকে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখে পরিবারের লোকজনকে ডাক দেন। পরে স্থানীয়দের সহায়তায় এরশাদ মিয়াকে নামায় তার পরিবার।

আরও পড়ুন: ব‌রিশাল সি‌টি নির্বাচ‌ন: পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, সুরতহালের রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। পরিবারের কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২১মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা