ব‌রিশাল সি‌টি নির্বাচ‌ন

পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ব‌রিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০২৩, ০৯:০৪| আপডেট : ২১ মে ২০২৩, ০৯:০৬
অ- অ+

ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশন নির্বাচ‌নে সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক নৌকা প্রার্থীর প‌ক্ষে প্রচারণা করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ক‌রেছেন বলে উঠেছে।

শনিবার এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যায় জাতীয় পার্টি (জাপা)। জাপার মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল এ অভিযোগ নিয়ে যান।

এদিকে তাদের অভিযোগের সঙ্গে প্রমাণ নিয়ে যেতে বলা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।

তিনি বলেন, আমরা অভিযোগ রিটার্নিং কর্মকর্তার নিকট দিতেই পারি, তিনি সেটা যাচাই বাছাই করে দেখবেন। কিন্তু প্রমাণ নিয়ে হাজির হওয়া কী আমাদের দায়িত্ব?

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সবার প্রতি সমান মনোভাব দেখানো হচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, আমরা শতভাগ নিশ্চিত হয়েই অভিযোগ দিয়েছি। সদর আসনের সাংসদ এখন বরিশালে রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তিনি ঢাকায় চলে যাবেন বলেও জানতে পেরেছি।

অপরদিকে যে জায়গাতে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের অবস্থানের কথা বলা হয়েছে, সেই এলাকা সিটি করপোরেশনের নির্বাচনি এলাকার মধ্যে নয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।

এদিকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর প্রধান নির্বাচনি এজেন্ট আফজালুল করিম বলেন, নির্বাচনি এলাকায় দলীয় কোনও সংসদ সদস্য থেকে প্রচার-প্রচারণা চালাচ্ছে এমনটা আমার জানানেই। স্থানীয় সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী বর্তমানে ঢাকায় রয়েছেন বলেই জানি। তাই নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনও অভিযোগের প্রশ্নই ওঠেনা।

জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ও বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল স্বাক্ষরিত ওই অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বরিশাল সিটি করপোরেশন এলাকায় অবস্থান করে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচার করে যাচ্ছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম।

তিনি নতুন কৌশল নিয়ে অফিসিয়াল প্রোগ্রাম দেখাচ্ছেন বরিশাল সিটির পাশের জেলা ঝালকাঠিতে অবস্থান করে এবং বরিশাল সিটি করপোরেশনের ২৫ নং ওয়ার্ডে অবস্থিত অপসোনিন ক্যামিক্যাল ইন্ডাসন্ট্রি এর বাংলাতো থেকে। বিভিন্ন লোকদের সঙ্গে তিনি কথা বলছেন, নির্দেশনা দিচ্ছেন। তিনি জাতীয় পতাকাবাহী গাড়ি নিয়ে সিটি করপোরেশনে ঘুরে নির্বাচনি কর্মকাণ্ড করছেন।

অভি‌যোগ প‌ত্রে, পা‌নিসম্পদ প্রতিমন্ত্রীর বরিশাল সিটি করপোরেশন নির্বাচনি এলাকা ও পার্শবর্তী জেলায় অবস্থান করা থেকে আগামী ১২ জুন পর্যন্ত নিষিদ্ধ করার আবেদনও জানানো হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপির ২১ নেতাকর্মী গ্রেপ্তার

উল্লেখ্য, এবা‌রের নির্বাচ‌নে বৈধ ৬ মেয়র প্রার্থীর ম‌ধ্যে মূল আলোচনায় র‌য়ে‌ছে আওয়ামী লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি।

(ঢাকাটাইমস/২১মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা