প্রথম দিনে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৭৫ রান

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৭৫ রান তুলেছে ৯স্বাগতিকরা। দ্বিতীয় দিনের খেলায় বুধবার আবারও ব্যাট করতে নামবে টাইগাররা।
ম্যাচের শুরুতে টস জিতে বাংলাদেশকে গব্যাট করার আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজের দলনেতা জশুয়া ডি সিলভা। ব্যাট করতে নেমে ১৩ বলে ১৮ রান করে আউট হয়েছেন ওপেনার জাকের আলি। আরেক ওপেনার সাদমান ইসলাম রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ৩৬ বলে ১১ রানে।
এদিকে দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নেমে মাত্র ৫ রান করে মোহাম্মদ নাঈম শেখ। সাইফ হাসানের বাট থেকে আসে ৩১ রান। ৩৪ বলে ৩৭ রান করেন আফিফ হোসেন। আর উইকেটকিপার ব্যাটার ইরফান শুক্কুর আউট হয়েছেন ৩৩ বলে ২১ রানে।
এরপর শাহাদাৎ হোসেন ও নাঈম ইসলাম মিলে দিনশেষ করেন। ৭৭ বল খেলে ২৮ রানে অপরাজিত রয়েছেন শাহাদাৎ। আর নাঈম অপরাজিত থাকেন ২০ বলে ১২ রানে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন আকেম জর্ডান ও কেভিন সিনক্লিয়ার। এছাড়া একটি উইকেটের দেখা পেয়েছেন অ্যান্ডারসন ফিলিপস।
(ঢাকাটাইমস/২৩মে/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

পর্তুগাল দলে প্রথমবার ডাক পেলেন ডিফেন্ডার টোটি

ফুটবলে উত্তেজনা ফেরাল আবাহনী-মোহামেডান

১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা মোহামেডানের

৪-৪ গোলে সমতা, টাইব্রেকারে আবাহনী-মোহামেডান ম্যাচ

৯০ মিনিটে ৩-৩, অতিরিক্ত সময়ে আবাহনী-মোহামেডান ম্যাচ

নাপোলিকে শিরোপা জিতিয়ে দায়িত্ব ছাড়ার ঘোষণা স্পালেত্তির

ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি রোমা-সেভিয়া

২৬ সদস্যের দল ঘোষণা ইতালির

উত্তেজনা ছড়ানো ফাইনালে গুজরাটকে হারিয়ে পঞ্চম শিরোপা চেন্নাইয়ের
