মানিকগঞ্জ শহরের যানজট নিরসনে জেলা পুলিশের অভিনব উদ্যোগ
মানিকগঞ্জ শহরের যানজট নিরসনে থ্রি-হুইলারগুলোকে দুটি শিফটে ভাগ করে চলাচলের কার্যক্রম হাতে নিয়েছে জেলা পুলিশ।
বুধবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এই কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
শহরে চলাচলরত বৈধ থ্রি-হুইলারগুলোকে লাল ও হলুদ রং দিয়ে মার্ক করে দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী প্রতিদিন রাত ১টা থেকে দুপুর ১টা পর্যন্ত যে কোনক একটি রংয়ের এবং দুপুর ১টা থেকে রাত ১টা পর্যন্ত অপর একটি রংয়ের থ্রি-হুইলারগুলো চলাচল করবে। ১ সপ্তাহ পর প্রথম শিফটের চালিত থ্রি-হুইলারগুলো বিকেলের শিফটে চলবে।
পুলিশ সুপার গোলাম আজাদ খান জানান, ‘প্রতিনিয়ত মানিকগঞ্জ শহরে থ্রি-হুইলার যানবাহনের সংখ্যা বাড়ছে। যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে যেহেতু রাস্তা বাড়ানো সম্ভব না তাই আমরা এসব যানবাহনগুলোকে দুটি শিফটে বিভক্ত করে দিয়েছি। শহরের রাস্তাঘাটের যানজট নিরসনের পাশাপাশি শৃঙ্খলাও ফিরে আসবে। তাছাড়া, আগে চালকরা যেখানে তিন থেকে চারজন যাত্রী নিয়ে চলাচল করতো এখন যানবাহন অর্ধেক হওয়ায় সেখানে তারা সবগুলো সিটেই যাত্রী পাবেন। এতে করে যানবাহন চালক ও মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবেন না।’
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সুমন ইসলাম জানান, ‘মানিকগঞ্জে শহরের রাস্তাঘাট তুলনামূলকভাবে অনেক সরু। প্রচুর থ্রি-হুইলার যানবাহন চলাচল করার কারণে শহরে চলাচল করা অনেক কষ্টকর ও সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জেলা পুলিশের এই উদ্যোগ বাস্তবায়ন হলে জনসাধারণ এর সুফল ভোগ করবে। আশা করি এই কার্যক্রম পুলিশ মনিটরিং করবে।’
আরও পড়ুন: নোয়াখালীতে প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের উদ্বোধন
এসময় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল হাসান, মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ সরকার, ট্রাফিক পরিদর্শক মেরাজ উদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৪মে/এসএম)