২২ বছর পর গ্রেপ্তার ৮ মামলায় সাজাপ্রাপ্ত আসামি

সাজাপ্রাপ্ত ও পরোয়ানাসহ ৮ মামলার আসামি রজব আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে ময়মনসিংহে মুক্তাগাছা থানা পুলিশ। বিগত ২২ বছর ধরে আত্মগোপনে ছিলেন রজব। তার বিরুদ্ধে সাজাপ্রাপ্ত ৫টি সিআর ও পরোয়ানাভুক্ত ৩টি সিআর মামলা রয়েছে।
রজব আলী উপজেলার দুল্লা ইউনিয়নের গয়েশপুর এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে।
মঙ্গলবার রাতে গাজীপুর জেলার বাসন থানা এলাকা থেকে মুক্তাগাছা থানা পুলিশের একটি দল রজব আলীকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন: বরিশাল সিটি নির্বাচনে ৮৮ কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ
মুক্তাগাছা থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, গোপন সংবাদের ৮টি মামলায় সাজাপ্রাপ্ত আসামি রজব আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হেফাজতে পাঠানো হয়।
(ঢাকাটাইমস/২৫মে/এসএম)

মন্তব্য করুন